Wednesday, July 5th, 2017
সাত মাসেও রান্না করা খাবারের স্বাদ দেখা হয় নি

আবদুর রহমান ইবনে আবী হাতেম রাযী রাহ.। তাঁর ইন্তেকাল হয়েছে ৩২৭ হিজরিতে। বাবা আবু হাতেম রাযী রাহ.। তাঁর মৃত্যু ২৭৭ হিজরি।তাঁর মতো তিনিও ছিলেন হাদীস ‘ইলাল’ আর ‘জারহ-তা’দীলে’র ইমাম। হাদীসের রাবীদের ‘জারহ-তা’দীলে’র উপর নয় খন্ডের সুবিশাল ‘আলজারহু ওয়াত তা’দীল’, দুই খন্ডের ‘ইলালুল হাদীস’ আর দশেরও বেশি খন্ডের কুরআনের তাফসীর তাঁর অমর রচনা। এত বড় হওয়ার পেছনে ছিল তাঁর তালিবে ইলম-যিন্দেগীর অপরিসীম মেহনত-মুজাহাদা। চলুন, তাঁর মুখেই শোনা যাক তাঁর জীবনের একটি কাহিনী। তিনি বলেন, আমরা মিসরে ইলম অর্জনরত ছিলাম। একে একে সাতটি মাস চলে গেল। এক বেলাও রান্না করা কোনোRead More