দাওরা হাদিসের পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন

সম্মিলিত কওমি শিক্ষা কমিশন আল-হাইআতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া-এর অনুষ্ঠিতব্য ২য় কেন্দ্রীয় পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন এসেছে। নতুন রুটিন অনুযায়ী ১ মে কোনো পরীক্ষা রাখা হয় নি। এতে পরীক্ষায় একদিন বিরতি বাড়ার সঙ্গে সঙ্গে পরীক্ষার সময় সীমাও বৃদ্ধি পেয়েছে ১ দিন। হাইআতুল উলয়ার দফতর বিষয়ক সম্পাদক ও পরীক্ষা কমিটির অন্যতম সদস্য মাওলানা অসিউর রহমান আওয়ার ইসলামকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, পূর্ব ঘোষিত রুটিনে ১ মে পরীক্ষা রাখা হয়। কিন্তু সেদিন দেশে সর্বাত্মক ছুটি থাকায় পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে। হাইয়াতুল উলয়ার কো-চেয়ারম্যান আল্লামা আশরাফ আলীর বিশেষ নির্দেশনায় এ পরিবর্তন আনা হয় বলে জানান তিনি। পূর্ব রুটিন অনুযায়ী পরীক্ষা ৮ মে দাওরা হাদিসের পরীক্ষা শেষ হওয়ার কথা থাকলেও এখন তা শেষ হবে ৯ মে।
নতুন রুটিন অনুযায়ী যেদিন যে পরীক্ষা
২৬/০৪/১৮ (বৃহস্পতিবার) সহিহুল বুখারি ২য় খণ্ড।
২৮/০৪/১৮ (শনিবার) সুনানে তিরমিজি ১ম খণ্ড।
২৯/০৪/১৮ (রোববার) সুনানে আবুদাউদ।
৩০/০৪/১৮ (সোমবার) শরহু মায়ানিল আসার লিত-ত্বহাবী শরীফ।
০৩/০৫/১৮ (বৃহস্পতিবার) সহিহুল বুখারি ১ম খণ্ড।
০৫/০৫/১৮ (শনিবার) সহি মুসলিম ১ম খণ্ড।
০৬/০৫/১৮ (রোববার) সহি মুসলিম ২য় খণ্ড।
০৭/০৫/১৮ (সোমবার) সুনানে নাসায়ি ও সুনানে ইবনে মাজাহ।
০৮/০৫/১৮ (মঙ্গলবার) সুনানে তিরমিজি ২য় খণ্ড ও শামায়েল।
০৯/০৫/১৮ (বুধবার) মুয়াত্তান।