ওয়ালম্যাট হিসেবে প্রাণীর ছবি টাঙ্গানো

মানুষ সুন্দর প্রিয়। একটু সুন্দরের জন্য কত শ্রম। কত চেষ্টা। কত টাকা ব্যয়। তাছাড়া ঘরের সৌন্দর্যবর্ধনে আমরা কত কি না করি। কিন্তু যারা আল্লাহকে ভয় করে। নিজের সকল কিছুর উপরে ইসলামকে, ইসলামের বিধানকে প্রাধান্য দেয়। তাদের বিষয়টি একটু আলাদা বৈ কি। তাদের চলতে হয় ইসলামের বিধান জেনে জেনে। আজ আমরা প্রাণীর ছবি টানানো, কি পরিমান কেটে দিলে তা জায়েয। আর কি পরিমাণ না-জায়েয এ বিষয়গুলো আলোচনা করব।
প্রাণীর দৃশ্যমান ছবি টাঙানো বা দৃশ্যমান রাখা নাজায়েয
কোনো প্রাণীর দৃশ্যমান ছবি টাঙানো বা দৃশ্যমান রাখা নাজায়েয। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
لَا تَدْخُلُ الْمَلَائِكَةُ بَيْتًا فِيهِ تَمَاثِيلُ أَوْ تَصَاوِيرُ.
ফেরেশতাগণ এমন ঘরে প্রবেশ করেন না যে ঘরে কোনো প্রাণীর ছবি বা প্রতিকৃতি আছে।
(সহীহ মুসলিম, হাদীস ২১১২)
অন্য বর্ণনায় এসেছে, জাবের রা. বলেন,
نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنِ الصُّورَةِ فِي البَيْتِ، وَنَهَى عَنْ أَنْ يُصْنَعَ ذَلِكَ.
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে ছবি রাখতে ও ছবি অঙ্কন করতে নিষেধ করেছেন।
(জামে তিরমিযী, হাদীস ১৭৪৯)
আর প্রাণীর ছবির মূলই হল তার মাথার অংশ। যা দ্বারা প্রাণীর পূর্ণ রূপ ও পরিচয় স্পষ্ট হয়।
ইকরিমা রাহ. বলেন,
إِنَّمَا الصُّورَةُ الرَّأْسُ ، فَإِذَا قُطِعَ فَلاَ بَأْسَ.
ছবির মূল হল মাথা। মাথা যদি কেটে দেয়া হয় তাহলে কোনো সমস্যা নেই।
(মুসান্নাফে ইবনে আবী শাইবা ২৫৮০৮)
প্রাণীর মূর্তি বা ছবির যদি মাথা কাটা থাকে তাহলে না-জায়েয নয়
তাই মাথার অংশ কেটে বা মুছে দিলে তা আর ছবির হুকুমে থাকে না। কিন্তু মাথা ও চেহারা না মুছে শুধু চোখ মুছে দিলে প্রাণীর আকৃতি ও পরিচয় বাকি থাকে। তাই তা ছবির হুকুমেই থাকে।
ইবনে আবেদীন শামী রাহ. বলেন, প্রাণীর মূর্তি বা ছবির যদি মাথা কাটা থাকে তাহলে এমন ছবি ঘরে রেখে নামায পড়লে নামায মাকরূহ হবে না। চাই মাথা গোড়া থেকেই কেটে ফেলা হোক বা না কেটে পুরো মাথা একদম মুছে ফেলা হোক। কেননা স্বাভাবিকভাবে মাথা ছাড়া প্রাণীর উপাসনা করা হয় না। আর পুরো মাথার শর্ত করা হয়েছে। কেননা শুধু ভ্রু মুছে দেয়া বা চোখ কেটে দেয়া যথেষ্ট নয়। কেননা এসব ছাড়াও প্রাণীর উপাসনা হয়। (রদ্দুল মুহতার ১/৬৪৮)
সুতরাং প্রশ্নোক্ত ক্ষেত্রে ঐ আলেমের কথাই সঠিক যিনি বলেছেন, ছবির শুধু চোখ কেটে দিলে সেটা টাঙানো জায়েয হয়ে যাবে না; বরং পুরো চেহারা মুছে দিতে হবে।
জাওয়াহিরুল ফিকহ ৭/২৫৩