শাইখ আব্দুর রহমান আল-হুজাইফি -এর ১৯৯৮ সালের ঐতিহাসিক আগুনঝরা খুতবা

ইসলাম ইহুদ-নাসারাদের ইসলামের অধীর থেকে তাদের নিজ ধর্ম মতে চলার স্বীকৃতি দান করে-যদি তারা অর্থও নিরাপত্তামূলক বিষয়াদিতে ইসলামের আহকাম মেনে চলে। অর্থাৎ অর্থ ও নিরাপত্তা ব্যবস্থায় হস্তক্ষেপ বা ষড়যন্ত্র করলে সে স্বীকৃতি বহাল থাকবে না। ইসলাম তাদেরকে কখনই ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ধর্মীয় বিষয়ে কোনো জবরদস্তি নেই, নিশ্চয় হেদায়েতের পথ গোমরাহি পথ থেকে স্পষ্ট হয়ে গেছে। সুরা বাকারা : ২৫৬ তবে ইসলাম এটা পরিস্কারভাবে বলে যে, তাদের মতাদর্শ অবশ্যই বাতিল ও অগ্রাহ্য। তা সত্ত্বেও তাদেরকে ইসলাম ধর্ম গ্রহণে বাধ্য করা হয় না। কারণ, ইসলাম মানবতার প্রতি তার ন¤্র ও হিতাকাংখী সূলভ আচরণ দ্বারা তাদেরRead More